নিজস্ব প্রতিবেদক:
মার্চ ৯, ২০২৪, ০৬:৫৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মার্চ ৯, ২০২৪, ০৬:৫৯ পিএম
মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধানদের নতুন শিক্ষাক্রমের বিস্তরণ, মনিটরিং ও মেন্টরিং বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ গ্রহণ করা হয়েছে। উক্ত প্রশিক্ষণ ৫ ধাপে হবে। ১৮-২০ মার্চ প্রথম ধাপের প্রশিক্ষণ হবে।
শনিবার (৯মার্চ) মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) স্কিম পরিচালক প্রফেসর সৈয়দ মাহফুজ আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানা যায়।
মাউশির বিজ্ঞপ্তিতে আছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন `Dissemination of New Curriculum` স্কিমের আওতায় মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধানগণের (সাধারণ/মাদ্রাসা/কারিগরি) `নতুন শিক্ষাক্রম বিস্তরণ, মনিটরিং ও মেন্টরিং` বিষয়ক ০৩ (তিন) দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম আগামী ১৮ মার্চ, ২০২৪ খ্রি. হতে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।
উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী নির্ধারিত ভেন্যুতে প্রশিক্ষক হিসেবে সংযুক্ত তালিকা অনুযায়ী শিক্ষক/ কর্মকর্তাগণকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
বিআরইউ