Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

ডিআইইউসাস’র নেতৃত্বে কালাম-রেজোয়ানুল

ডিআইইউ প্রতিনিধি:

ডিআইইউ প্রতিনিধি:

মার্চ ১০, ২০২৪, ১২:১৭ পিএম


ডিআইইউসাস’র নেতৃত্বে কালাম-রেজোয়ানুল

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ২০২৪-২৫ বছরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে এশিয়ান টেলিভিশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কালাম মুহাম্মদকে সভাপতি ও একুশে সংবাদের প্রতিনিধি রেজোয়ানুল হককে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১০ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ভবনের ৩০৯ নং কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন ডিআইইউসাস‍‍`র উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার সামছুল আলম সাদ্দাম।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সাদিয়া তানজিলা সানভি (দ্যা ডেইলি ক্যাম্পাস), যুগ্ম-সাধারণ সম্পাদক কাওছার আলী (রাইজিং বিডি), সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ (দৈনিক ভোরের ডাক), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম (দৈনিক আমার সংবাদ/ক্যাম্পাস টাইমস), কোষাধ্যক্ষ জাকারিয়া হুসাইন (বার্তা বিচিত্রা), কার্যনির্বাহী সদস্য সম্রাট (প্রিয়দেশ ২৪)৷ এছাড়া সন্মানিত সদস্য-১ ইসমাম হোসেন (দৈনিক স্বদেশ প্রতিদিন) ও সম্মানিত সদস্য-২ মুছা মল্লিক (ঢাকা পোস্ট) নির্বাচিত হয়েছেন৷ 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার সামছুল আলম সাদ্দাম বলেন, সাংবাদিক সমিতি সবসময় সত্যের জন্য কাজ করেছে এবং ভবিষ্যতেও আরও ভালো কাজ করবে। নতুন কমিটি পূর্বের কমিটির থেকেও ভালো কিছু উপহার দিবে বলে আমার বিশ্বাস৷ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় যারাই বাধা দেবার অপচেষ্টা চালাবে তাদেরই কঠিন জবাব দেওয়া হবে৷

সমিতির উপদেষ্টা এবং একুশে টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার রাজিউর রহমান বলেন, নতুন কমিটির জন্য শুভকামনা৷ মেধা, দক্ষতা আর অনুসন্ধানের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের নানামুখী প্রতিবেদনের মধ্যে দিয়ে উন্নয়নের সহযাত্রী হবে এ কমিটি৷

বিআরইউ
 

Link copied!