Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জাবিতে ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধ

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

মার্চ ১১, ২০২৪, ০৯:১৪ পিএম


জাবিতে ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিশ্ববিদ্যালয়ে (জাবি) গত ফেব্রুয়ারিতে সংঘটিত ধর্ষণকান্ডের ঘটনায় ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি, নিপীড়কদের সহায়তাকারী প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষের অপরাধ তদন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের প্রশাসনিক পদ থেকে অব্যাহতিসহ পাঁচ দাবিতে অনির্দিষ্টকালের জন্য নতুন প্রশাসনিক ভবন অবরোধ করা করেছে নিপীড়নবিরোধী মঞ্চ।

সোমবার সকালে প্রশাসনিক ভবনে প্রবেশ মুখের সবগুলো দরজায় তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা।

এ সময় প্রশাসনিক ভবনের কর্মকর্তা কর্মচারীদের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এ সময় ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রব্বানী বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত বারবার পরিবর্তন করে এই প্রশাসন কি বোঝাতে চায়? তারা বিভিন্ন সময়ে নতুন নতুন সিদ্ধান্ত নিয়ে আমাদের আই ওয়াশ করছে। অথচ তারা এখন পর্যন্ত তারা অছাত্রদের হল থেকে বের করতে পারেনি।

অবরোধ কর্মসূচির প্রথম দিন শেষে বিকাল সোয়া চারটায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, আমাদের সবগুলো দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে।

এ সময় তারা আগামীকাল সকালে এসে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থানের ঘোষণা করে। এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলে ঘোষণা করেন।

ইএইচ

Link copied!