Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিশ্ববিদ্যালয়ে দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রয়োগের পরামর্শ ইউজিসি’র

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মার্চ ১৩, ২০২৪, ০৫:৪৪ পিএম


বিশ্ববিদ্যালয়ে দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রয়োগের পরামর্শ ইউজিসি’র

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।

একইসঙ্গে, তিনি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে স্মার্ট প্রশাসন ব্যবস্থা চালুর পরামর্শ দেন।

বুধবার (১৩ মার্চ) ইউজিসিতে অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা ও ফিডব্যাক প্রদান সংক্রান্ত কর্মশালায় তিনি এ পরামর্শ দেন।

ইউজিসি’র গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।

প্রফেসর সাজ্জাদ হোসেন বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল প্রশাসন ব্যবস্থা চালু করতে হবে। স্মার্ট বিশ্ববিদ্যালয় ধারণা প্রতিষ্ঠা করতে হলে নিজস্ব উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিতে গুরুত্ব দিতে হবে।

তিনি স্মার্ট সিটিজেন ও স্মার্ট স্টুডেন্ট তৈরি করতে দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দূরদর্শী এবং বিভিন্ন সমস্যা সমাধানে সক্ষমতা থাকতে হবে বলে অভিমত দেন ।

ড. ফেরদৌস জামান, উচ্চশিক্ষা সেবা সহজ ও নির্বিঘ্ন করতে উদ্ভাবন ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি র্যাং কিংয়ের সাথে সম্পর্কিত উচ্চশিক্ষা ও গবেষণার গুরুত্বপূর্ণ সূচকসমূহ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন লক্ষ্যমাত্রায় যুক্ত করার পরামর্শ দেন।

ইউজিসি’র আইএমসিটি বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ও ইনোভেশন কমিটির ফোকাল পয়েন্ট দ্বিজেন্দ্র চন্দ্র দাসের উপস্থাপনায় কর্মশালায় ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন কমিটির ফোকাল পয়েন্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

এছাড়া, অনুষ্ঠানে ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ ও সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!