Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

শিক্ষক-সহপাঠীকে দায়ি করে জবি শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৬, ২০২৪, ১২:৪১ এএম


শিক্ষক-সহপাঠীকে দায়ি করে জবি শিক্ষার্থীর আত্মহত্যা

শিক্ষক-সহপাঠীকে অভিযোগ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তী আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী।।

শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টায় নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ ঘটনার জন্য আম্মান সিদ্দিকী নামে তার এক সহপাঠীকে দায়ী করেছেন। একইসঙ্গে সহকারী প্রক্টর দ্বীন ইসলামকেও এ ঘটনার জন্য দায়ী করেন।

মৃত শিক্ষার্থীর ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের তৌফিকুল ইসলাম রিদয় বলেন, আত্মহত্যার পর তাকে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযোগের বিষয়ে আম্মান সিদ্দিকী বলেন, আমি দীর্ঘদিন ধরে তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করিনি। এমনকি ফেসবুক, মেসেঞ্জার বা কোনো জায়গাতেই কানেক্টেড না আমি। আমাকে দোষী প্রমাণের জন্য এভিডেন্স লাগবে। এভিডেন্স ছাড়া এসব অভিযোগ ভিত্তিহীন।

আরএস

 

Link copied!