Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

অবন্তিকার আত্মহত্যার বিচার চেয়ে জবি ছাত্রদলের বিক্ষোভ

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

মার্চ ১৭, ২০২৪, ১১:০০ এএম


অবন্তিকার আত্মহত্যার বিচার চেয়ে জবি ছাত্রদলের বিক্ষোভ
ছবি: আমার সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শনিবার (১৬ মার্চ) বিকেলে শাখা ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সুইসাইডের আগে ফেইসবুকে দেয়া পোস্ট-ই প্রমাণ করে আওয়ামী লীগের ভিসিলীগ, প্রক্টরলীগ, ছাত্রলীগ কতটা বেপরোয়া অত্যাচার, নির্যাতন, ধর্ষণের অভয়ারণ্য করেছে প্রতিটি ক্যাম্পাসকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত শাস্তি দাবি করছি।

এ সময় উপস্থিত ছিলেন, জবি ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ইব্রাহিম কবির মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান হিমেল, সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিনসহ শাখা ছাত্রদলের অনেক নেতাকর্মী।

এআরএস

Link copied!