Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ

৩য় ধাপের পরীক্ষা ২৯ মার্চ, পরীক্ষার্থী সাড়ে তিন লাখ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২১, ২০২৪, ০১:৪৪ পিএম


৩য় ধাপের পরীক্ষা ২৯ মার্চ, পরীক্ষার্থী সাড়ে তিন লাখ

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ৩য় ধাপের পরীক্ষা এ মাসের ২৯ তারিখে অনুষ্ঠিত হবে। ঢাকা ও চট্টগ্রাম (তিন পার্বত্য জেলা ব্যতীত) বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় ধাপের পরীক্ষা দিবেন। এ ধাপের মোট পরীক্ষার্থী ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন।

বৃহস্পতিবার (২১ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আন্ত:মন্ত্রণালয়ের এক সভায় এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষাকে স্বচ্ছ ও সুশৃঙ্খল করার জন্য ২৫টি যন্ত্র সহ ৫টি টিম পরীক্ষার কেন্দ্র পাইলটিং করবে।

এ বছর প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হয়। রংপুর, বরিশাল, সিলেট বিভাগের প্রথম নিয়োগ পরীক্ষা গত ৮ ডিসেম্বর ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে মোট পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৬০ হাজার ৬২৭ জন। মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় ২৭ ফেব্রুয়ারি ২০২৪।

এর আগে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ ফেব্রুয়ারি। পরীক্ষার্থী সংখ্যা ছিল ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। উক্ত পরীক্ষায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হলেও চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি। ৩০ মে এর মধ্যে প্রকাশ হতে পারে।

বিআরইউ
 

Link copied!