Amar Sangbad
ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪,

মাউশি

২০-২৫ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানে গণহত্যা দিবস পালনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২১, ২০২৪, ০৫:৫১ পিএম


২০-২৫ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানে গণহত্যা দিবস পালনের নির্দেশ

সারাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সকল ধরনের প্রতিষ্ঠানে গণহত্যা দিবস পালনে নির্দেশনা দিয়েছে মাউশি। ২০ থেকে ২৫ মার্চ প্রতিষ্ঠানগুলোর সুবিধা জনক সময়ে এ আয়োজন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ)  মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রুপক রায়ের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

স্মারকে বলা হয়েছে, ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৪ পালন উপলক্ষ্যে এ অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরসমূহে নিম্নবর্ণিত কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

২০/০৩/২০২৪ থেকে ২৫/০৩/২০২৪ এর মধ্যে সুবিধাজনক দিন/সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি/বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন।

২৫ মার্চ গণহত্যা দিবসের সাথে সামঞ্জস্যপূর্ণ লেখা, ছবি, শিল্পকর্ম ইত্যাদি শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন।

বিআরইউ
 

Link copied!