Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পবিপ্রবি সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবি প্রতিনিধি

মার্চ ২৫, ২০২৪, ০৮:৪৯ পিএম


পবিপ্রবি সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একমাত্র সাংবাদিক সংগঠন পবিপ্রবি সাংবাদিক সমিতির (পবিপ্রবিসাস) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের কৃষি কনফারেন্স কক্ষে এ আয়োজন করা হয়।

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় ও সভাপতি নুর মোহাম্মদ শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ ও জনসংযোগ কর্মকর্তা ডেপুটি রেজিস্ট্রার এমরান হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত তুহিন, দপ্তর ও প্রকাশনা সম্পাদক জান্নাতীন নাঈম জীবন ও কোষাধ্যক্ষ মুশফিকুর রহমানসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ বলেন, সাংবাদিকরা সর্বদা সত্যের পথে অবস্থান করবে এটাই প্রত্যাশা। আমি যতটা লক্ষ্য করেছি পবিপ্রবি সাংবাদিক সমিতি এখন পর্যন্ত সেই সত্য সংবাদ প্রকাশে সচেষ্ট রয়েছে।আশা করি, সামনেও এই ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। পবিপ্রবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর মঙ্গলের জন্য সর্বদা কাজ করে যাবে বলে আমি মনেকরি। এসময় তিনি রোজার গুরুত্ব  সম্পর্কেও আলোকপাত করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ও সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সাংবাদিক সমিতি কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। আমি সমিতির উত্তরোত্তর সফলতা কামনা করছি।

ইএইচ

Link copied!