Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ঢাবি’র বিজ্ঞান ইউনিটে প্রথম হলেন প্রতীক রসুল

ঢাবি প্রতিনিধি:

ঢাবি প্রতিনিধি:

মার্চ ২৮, ২০২৪, ০৪:২৩ পিএম


ঢাবি’র বিজ্ঞান ইউনিটে প্রথম হলেন প্রতীক রসুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম হয়েছেন প্রতীক রসুল।
 

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৩টায় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।

জানা গেছে, তিনি নটরডেম কলেজের ছাত্র। তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএর ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ মোট ১১১.২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। তিনি এর আগে প্রকাশিত তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় হয়েছেন দ্বিতীয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিলে ফলাফল জানা যাবে। এ ছাড়াও, রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে ‍‍‘DU SCI’ টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

এর আগে এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ‍‍‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট‍‍’ -এর ভর্তি পরীক্ষা গত ২৩ ফেব্রুয়ারি, ‍‍‘বিজ্ঞান ইউনিট‍‍’-এর ১ মার্চ, ‍‍‘ব্যবসায় শিক্ষা ইউনিট‍‍’-এর ২৪ ফেব্রুয়ারি এবং ‍‍‘চারুকলা ইউনিট‍’ -এর ভর্তি পরীক্ষা গত ৯ মার্চ অনুষ্ঠিত হয়েছে।

আগে পাঁচ ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও গত বছর থেকে শুধু চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা হচ্ছে। আগের ‘ক’ ইউনিটের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিজ্ঞান ইউনিট। ‘খ’ ইউনিটের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট। ‘গ’ ইউনিটের নাম পরিবর্তন করে ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ‘চ’ ইউনিটের নাম পরিবর্তন করে চারুকলা ইউনিট করা হয়েছে।

বিআরইউ

Link copied!