Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪,

বুয়েটে ছাত্রলীগের গোপন মিটিংয়ের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মার্চ ২৯, ২০২৪, ০৩:৩৩ পিএম


বুয়েটে ছাত্রলীগের গোপন মিটিংয়ের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ছাত্রলীগের গোপনে মিটিংয়ের প্রতিবাদে শিক্ষার্থীর বিক্ষোভ চলছে।

শুক্রবার জুমার নামাজের পর দুপুর আড়াইটায় বুয়েটের শহীদ মিনার চত্বরে বুয়েটের হাজার হাজার শিক্ষার্থী জড়ো হয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে।

জানা যায়, ২০১৯ সালে ৭ অক্টোবর বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার পর থেকেই বুয়েটে ছাত্রলীগসহ সকল দলের ছাত্র রাজনীতি নিষিদ্ধ। কিন্তু সুযোগ বুঝেই বুয়েটের শিক্ষার্থীদের চোখ ফাঁকি দিয়ে ক্যাম্পাসে গোপন মিটিং করে ছাত্রলীগ।

এ বছর জানুয়ারির শুরুতে একবার গোপনে মিটিং করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। সেজন্য বৈঠকে উপস্থিত বুয়েট শিক্ষার্থীদের অ্যাকাডেমিক বিভিন্ন গ্রুপ থেকে ব্যান করা হয়েছিল। পরে তারা ক্ষমা চেয়ে পার পায়।

গত ২৮ মার্চ রাত ৩টার দিকে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা আবার প্রশাসনের সহায়তায় ক্যাম্পাসে গোপন মিটিং করে। তাই ঘটনায় বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানের ইন্ধন রয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।

তবে আন্দোলনকারীরা এককভাবে গণমাধ্যমে মুখ খুলছেন না। বিকালে চাকরির পরীক্ষা শেষ হলে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেস ব্রিফিং করবেন বলে জানান বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা।

ইএইচ

Link copied!