Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি কায়েস, সম্পাদক রিয়েল

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মার্চ ২৯, ২০২৪, ০৪:২৮ পিএম


নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি কায়েস, সম্পাদক রিয়েল

দীর্ঘ সাত বছর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ কায়েসকে সভাপতি এবং একই বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রিয়েলকে (রিয়েল সরকার) সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ৫২ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে ৩৪ জন সহ-সভাপতি, ৮ জন যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ৮ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এদিক নতুন কমিটি হওয়ার পর রাতেই উচ্ছ্বসিত নেতাকর্মীদের স্লোগান-মিছিলে মুখরিত হয়ে উঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। দীর্ঘদিন পর কমিটি হওয়ায়, প্রাণ ফিরেছে ছাত্র-রাজনীতিতেও।

এর আগে ২০১৭ সালের ৭ মে নজরুল ইসলাম বাবুকে সভাপতি ও রাকিবুল হাসান রাকিবকে সাধারণ সম্পাদক করে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা হয়।

এর প্রায় অর্ধযুগ পর গত বছরের ৪ জুলাই কমিটি বিলুপ্ত ঘোষণা করে জীবন বৃত্তান্ত আহ্বান করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর একই বছরের ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় কর্মীসভা।

ইএইচ

Link copied!