Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ

বঙ্গবন্ধু ও নজরুল ভাস্কর্যে নবগঠিত কমিটির শ্রদ্ধাঞ্জলি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মার্চ ৩১, ২০২৪, ০৫:৩০ পিএম


বঙ্গবন্ধু ও নজরুল ভাস্কর্যে নবগঠিত কমিটির শ্রদ্ধাঞ্জলি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটিরর নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও নজরুল ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেছে।  

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি আল মাহমুদ কায়েস এবং সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রিয়েল সরকারের নেতৃত্বে নজরুল ভাষ্কর্য ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নবগঠিত কমিটির নেতা-কর্মীরা।

কমিটি ঘোষণার পর নবগঠিত কমিটির ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু ওবায়দুল কাদেরের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর নবগঠিত কমিটির সভাপতি-সম্পাদক আজ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা  ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেন।

পরে নেতাকর্মীরা একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও নজরুল ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মিছিল-স্লোগানে মুখরিত হয়ে উঠে বিশ্ববিদ্যালয় আঙিনা। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক আবহ নতুন আমেজ পাওয়ায় প্রাণ ফিরেছে ছাত্র রাজনীতিতে।

এর আগে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাত বছর পর ৫২ সদস্যবিশিষ্ট নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

ইএইচ

Link copied!