Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ কবি নজরুল কলেজের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১, ২০২৪, ০২:১৪ পিএম


নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ কবি নজরুল কলেজের ইফতার মাহফিল

নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ কবি নজরুল সরকারি কলেজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে কবি নজরুল কলেজ অডিটোরিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ইমদাদুল হক রাব্বি মিয়াজির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মারুফ হাসান সম্রাটের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ও অ্যাডভান্স পাবলিশার্সের পরিচালক বাহার উদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনিরুল ইসলাম আকাশ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এবং সাবেক সভাপতি সেন্ট্রাল ‘ল’ কলেজ ছাত্রলীগ রায়হান হোসেন সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মনির হোসেন বাবু, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন সাগর।

এছাড়াও কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিলন এবং সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ কবি নজরুল সরকারি কলেজ, ছাত্রদের কল্যাণে প্রতিষ্ঠার পর থেকে নানানভাবে বিভিন্ন কাজ করে আসছে। নোয়াখালী থেকে আসা এই কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানো, অসহায় হতদরিদ্র পরিবারের সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা, ব্লাড ডোনেশন সহ এমন অসংখ্য কাজ করে আসছে।

সংগঠনের সভাপতি ইমদাদুল হক রাব্বি মিয়াজি জানান, ভবিষ্যতেও তাদের এ ধরনের কাজ অব্যাহত রাখবেন।

ইএইচ

Link copied!