Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

আদালতের ঘাড়ে বন্দুক রেখে বুয়েটে দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে চায় ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

এপ্রিল ২, ২০২৪, ০৭:২৭ পিএম


আদালতের ঘাড়ে বন্দুক রেখে বুয়েটে দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে চায় ছাত্রলীগ

আদালতের ঘাড়ে বন্দুক রেখে বুয়েটে দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে চায় ছাত্রলীগ এমন অভিযোগ করেছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বুয়েটের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করে ছাত্র অধিকার পরিষদের এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বুয়েটের ছাত্ররাজনীতির বিষয়টি বুয়েটের শিক্ষার্থীদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান।

এ সময় ছাত্র অধিকার পরিষদের নেতারা অপরাজনীতি প্রতিরোধে ডাকসু, রাকসু, জাকসুসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান।

এ সময় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি নাহিদ হাসান, দপ্তর সম্পাদক সানা উল্লাহ, ঢাকা কলেজের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আসাদ রনিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!