Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

ন্যাশনাল মেডিক্যালের দুর্নীতি বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২৪, ০৭:৩৮ পিএম


ন্যাশনাল মেডিক্যালের দুর্নীতি বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি

রাজধানীর ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালে যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, প্রতিষ্ঠানের চিকিৎসক কর্মকর্তাদের চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধা বন্ধ, বিনা কারণে কর্মচারীদের চাকরিচ্যুত করার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের মূল ফটকে টানা তৃতীয় দিনের মতো তারা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটটে একটি সিন্ডিকেট চক্র দীর্ঘদিন যাবৎ যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম করে টাকা আত্মসাৎ করে আসছে। হাসপাতালের পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালকসহ আরও কয়েকজন মিলে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন ব্যতীত নিজেদের পছন্দমতো কোম্পানির কাছ থেকে অতিরিক্ত অর্থ দিয়ে সিটি স্ক্যান, এমআরআইয়ের মতো গুরুত্বপূর্ণ ব্যয়বহুল যন্ত্রপাতি ক্রয় করে হাসপাতালের কয়েক কোটি টাকা আত্মসাৎ করছে।

শুধু তাই নয় বিগত দিনে হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীসহ গরীব রোগীদের ফ্রি বেডসহ চিকিৎসা বাবদ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পেতো সেটাও বন্ধ করে দিয়েছে হাসপাতাল পরিচালকসহ একটি মহল। অবিলম্বে আমাদের সেই সুবিধাগুলো আবারো ফিরিয়ে দিতে হবে।

এছাড়াও কোন ধরনের কারণ দর্শনের নোটিশ ছাড়াই যখন ইচ্ছে তাকেই চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে বিগত দিনে তাদেরকেও আবারো চাকরিতে ফিরিয়ে আনতে হবে।  

এ সময় তারা নবনিযুক্ত গভর্নিং বডির চেয়ারম্যান ঢাকা-৬ আসনের এমপি সাঈদ খোকনের কাছে বিগত দিনে চলমান সকল ধরনের দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান করে চিকিৎসার একটি সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

মানববন্ধনে ন্যাশনাল মেডিকেল স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান মিজান বলেন, আমরা চাই ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও ন্যাশনাল মেডিকেল কলেজে চলমান সকল দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে অতি দ্রুত জড়িতদের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমরা জানি আমাদের প্রধানমন্ত্রীর একটা অঙ্গীকার হচ্ছে দুর্নীতির মুক্ত বাংলাদেশ উপহার দিবেন। এই হাসপাতালের বর্তমান গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এই আসনের সংসদ সদস্য সাঈদ খোকন সাহেব। তিনি ঘোষণা দিয়েছেন দুর্নীতিমুক্ত ন্যাশনাল মেডিকেল কলেজ উপহার দিবেন আমাদের।

ইএইচ

Link copied!