Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

জবি উপাচার্যের নামে ভুয়া ই-মেইল, থানায় জিডি

জবি প্রতিনিধি :

জবি প্রতিনিধি :

এপ্রিল ৬, ২০২৪, ০৯:৪৭ এএম


জবি উপাচার্যের নামে ভুয়া ই-মেইল, থানায় জিডি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের নাম ব্যবহার করে ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে স্ক্যাম মেসেজ পাঠানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিউটন হাওলাদার রাজধানীর কোতয়ালী থানায় এ জিডি করেন।

জিডিতে বলা হয়, অজ্ঞাতনামা বিবাদী /বিবাদীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের নামে একটি ফেইক ই-মেইল আইডি ব্যবহার করে-যাহা [email protected] প্রস্তুত করে বিভিন্ন ব্যক্তির নিকট স্ক্যাম ম্যাসেজ পাঠাচ্ছে। যার সাথে উপাচার্য সাদেকা হালিম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। এতে উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি হচ্ছে।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের নাম ব্যবহার করে তিনটি ভুয়া ই-মেইল আইডি ব্যবহার করে বিভিন্ন স্ক্যাম ম্যাসেজ পাঠানোর অভিযোগ ওঠে। যার সাথে উপাচার্যের কোনো সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে সকলকে সচেতন হতে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

বিআরইউ

Link copied!