Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

‘আমরা তো তিমিরবিনাশী’ প্রতিপাদ্যে পালিত হবে এবারের বাংলা নববর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৪, ০৩:৩৫ পিএম


‘আমরা তো তিমিরবিনাশী’ প্রতিপাদ্যে পালিত হবে এবারের বাংলা নববর্ষ

‘আমরা তো তিমিরবিনাশী’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারে বাংলা নববর্ষ উদযাপন করা হবে।

রোববার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২ তে মঙ্গল শোভাযাত্রা উদযাপন উপ-কমিটি এবং বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

এতে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, প্রক্টর অধ্যাপক ডক্টর মাকসুদুর রহমান, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য হবে ‘আমরা তো তিমিরবিনাশী’। নববর্ষ উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ইএইচ

Link copied!