নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৭, ২০২৪, ০৪:৫৪ পিএম
নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৭, ২০২৪, ০৪:৫৪ পিএম
সড়ক দুর্ঘটনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিরোজ হোসেন পাবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ হোসেনের স্ত্রী ও সন্তানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
ঈদুল ফিতর উদ্যাপন করতে বৃহস্পতিবার (৪ এপ্রিল) পাবনা থেকে গ্রামের বাড়ি নওগাঁ যাওয়ার পথে মান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ফিরোজ হোসেনের স্ত্রী রেশমা আক্তার (৩০) ও ছেলে ফারাবি হোসেন (৫) নিহত হন। এছাড়া, দুর্ঘটনায় ফিরোজ হোসেন ও মেয়ে ফারিহা আহত হন।
প্রফেসর আলমগীর নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
তিনি ঈদে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকলকে ডিএমপি ট্রাফিকের ২১ নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
বিআরইউ