Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কেএনএফ ইস্যুতে চাপা পড়লো বুয়েট’র ছাত্র রাজনীতি

নিজস্ব প্রতিনিধি:

নিজস্ব প্রতিনিধি:

এপ্রিল ৮, ২০২৪, ০৯:৫০ এএম


কেএনএফ ইস্যুতে চাপা পড়লো বুয়েট’র ছাত্র রাজনীতি

বান্দরবানের রুমা থেকে সোনালী ব্যাংকের শাখা ম্যানেজার  নেজাম উদ্দিন কে অপহরণের ঘটনায় দেশ জুড়ে আলোচিত ইস্যু এখন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। কেএনএফ ইস্যুতে চাপা পড়েছে  আলোচিত বুয়েটের  ছাত্র রাজনীতি  ইস্যু । মূল ধারার গণমাধ্যমে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি  আলোচিত হচ্ছে এখনও ।

জানা যায়, ২০১৯ সালে ৭ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদ কে হত্যার পর থেকেই বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গত ২৮ মার্চ রাত তিনটার দিকে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা আবার প্রশাসনের সহায়তায় ক্যাম্পাসে গোপন মিটিং করে। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন এবং দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ।

ছাত্রলীগের গোপন মিটিং এর বিরুদ্ধে অবস্থান জানান দিতে গত ২৯ মার্চ শুক্রবার জুমার নামাজের পর দুপুর আড়াইটায় বুয়েটের শহীদ মিনার চত্বরে বুয়েটের হাজার হাজার শিক্ষার্থী জড়ো হয়। তারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে।

ছাত্রলীগের নেতারা বিষয়টি নিয়ে আদালতে রিট আবেদন দায়ের করলে আদালত শুনানি শেষে বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করায় বুয়েটের ছাত্র রাজনীতির ইস্যুটি দেশব্যাপী আলোচিত ইস্যুতে পরিণত হয়।

গত ২ এপ্রিল রাতে বান্দরবান জেলার রুমা উপজেলা সদর থেকে সোনালী ব্যাংকের শাখা ম্যানেজার নিজাম উদ্দিন কে অপহরণ এবং উদ্ধারের ঘটনায় চাপা পড়ে যায় বুয়েটের ছাত্র রাজনীতির ইস্যুটি।

মূলধারার গণমাধ্যমে বিষয়টি চাপা পড়লেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে এখনো আলোচনার বিষয়বস্তু।

বিআরইউ

Link copied!