Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানে শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৮, ২০২৪, ০৮:২২ পিএম


জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানে শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ

জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ( মাউশি)। সম্প্রতি মাউশির সহকারী পরিচালক রুপক রায় এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ৪ এপ্রিল ২০২৪ তারিখের স্মারক পত্রের নির্দেশনা নিম্মরুপ:

বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন অনুষ্ঠান আবশ্যিকভাবে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু হবে।

সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে। 

বর্ণিতাবস্থায়, বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপযুক্ত কর্মসূচি এ অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরএস

Link copied!