Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গবেষণা ক্ষেত্র নির্ধারণের জন্য হাবিপ্রবিতে অনুষদ ভিত্তিক কর্মশালা শুরু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৪, ০৭:৪৩ পিএম


গবেষণা ক্ষেত্র নির্ধারণের জন্য হাবিপ্রবিতে অনুষদ ভিত্তিক কর্মশালা শুরু

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) এর আয়োজনে সকল অনুষদের (৮ টি) শিক্ষকদের জন্য প্রাধিকার ভিত্তিক গবেষণাক্ষেত্র নির্ধারণের জন্য অনুষদ ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার প্রথম দিনে সকাল ১০টায় অডিটোরিয়াম-২ তে কৃষি অনুষদের শিক্ষকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার।

সভাপতিত্ব করেন আইআরটির পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ, সঞ্চালনা করেন আইআরটির সহযোগী পরিচালক প্রফেসর ড. মো. সুলতান মাহমুদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ হলো নতুন নতুন জ্ঞানের সৃষ্টি করা, এই নতুন নতুন জ্ঞান সৃষ্টি হবে গবেষণার মাধ্যমে। এটি ছাড়া নতুন জ্ঞান সৃষ্টির কোনো সুযোগ নেই। আমাদের প্রাথমিক দায়িত্ব হলো দক্ষ মানবসম্পদ তৈরি করা।

তিনি বলেন, কৃষিবিজ্ঞান হচ্ছে সবচেয়ে গতিশীল, প্রতিনিয়ত এটি পরিবর্তিত হচ্ছে, নতুন নতুন ধারণা ও প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে। আমরা বিভিন্ন জন বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছি, একেকজন একেক বিষয়ে এক্সপার্ট। এক্ষেত্রে আমাদের গবেষণার জন্য প্রাধিকার ভিত্তিক গবেষণা ক্ষেত্র নির্ধারণ করতে হবে। যেমন দিনাজপুরের দুটি উল্লেখযোগ্য বিশেষত্ব হলো লিচু তথা বেদেনা লিচু ও কাটারিভোগ চাল। গবেষণা করে এগুলোর বৈশিষ্ট্য বিশেষ করে জিনগুলো আমরা আবিষ্কার করতে পারি। বেদেনা লিচুর জিনোম সিকুয়েন্স আবিস্কার করে এটি যদি আমরা অন্যান্য জাতের লিচুতে ট্রান্সফার করতে পারি তবে ভালো কিছু করা সম্ভব।

ইএইচ

Link copied!