Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

রাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

এপ্রিল ২৭, ২০২৪, ০৩:০৭ পিএম


রাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) জিএসটি গুচ্ছ পদ্ধতিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সেলিনা আক্তার।

এ সময় প্রো-ভিসি ড. কাঞ্চন চাকমাসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ৮টি কেন্দ্রে ৮ হাজার ৫৮২জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া বি ইউনিটের অধীনে দুই হাজার ৭৪৪ এবং সি ইউনিটের অধীনে তিন হাজার ২০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সেলিনা আক্তার বলেন, রাঙামাটির সবার সহযোগিতায় গুচ্ছ পদ্ধতিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শুরু করতে পেরেছি। আজ প্রচণ্ড গরম তারপর প্রথম এ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায় এ, বি এবং সি তিনটি ইউনিটে মোট ১৪ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

ইএইচ

Link copied!