Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ইবিতে বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায়

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

এপ্রিল ২৯, ২০২৪, ০৩:৩৪ পিএম


ইবিতে বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায়

প্রচণ্ড তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টি কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ধর্মতত্ত্ব অনুষদের উদ্যোগে সালাতুল ইসতিসকার বা বৃষ্টির জন্য দুই রাকাত সুন্নত নামাজ আদায় করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে ইস্তিস্কার সালাত আদায় করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, ভ্যানচালক ও স্থানীয় এলাকাবাসী। সালাত পরিচালনা করেন ইবি কেন্দ্রীয় মসজিদে ইমাম ও খতিব মো. আশরাফ উদ্দিন খান।

শিক্ষার্থীরা জানান, প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ক্যাম্পাসে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা অবধি এই তীব্র রোদে চারপাশ গরম হয়ে থাকে। এই নামাজের উছিলায় মহান আল্লাহ যেন পাপ ক্ষমা করে বৃষ্টি বর্ষণ করেন।

কেন্দ্রীয় মসজিদের ইমাম খতিব মো. আশরাফ উদ্দিন বলেন, এই সালাতের মূল উদ্দেশ্য তওবা ইস্তেগফার করা। আল্লাহ তায়ালা বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন নামাজের হুকুম করেছেন। তাই দেশ বা সমাজ যখন কোনো খরতাপে পড়ে যায় বা এমন প্রাকৃতিক দুর্যোগে পতিত হয় তখন আমরা সালাতুল ইসতিসকার আদায় করি।

ইএইচ

Link copied!