Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ঢাবি উপাচার্যের সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কাউন্সিলরের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি:

ঢাবি প্রতিনিধি:

এপ্রিল ২৯, ২০২৪, ০৮:৩৪ পিএম


ঢাবি উপাচার্যের সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কাউন্সিলরের সাক্ষাৎ

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর মি. স্টিফেন ইবেলির নেতৃত্বে ৪-সদস্যের একটি প্রতিনিধিদল আজ ২৯ এপ্রিল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইংরেজি ভাষা ও সাহিত্য, তথ্য প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার এবং শিক্ষক, শিক্ষার্থী

ও গবেষক বিনিময় কার্যক্রম আরও গতিশীল করার উপর তাঁরা গুরুত্বারোপ করেন।

মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে মার্কিন সরকার প্রদত্ত অত্যন্ত মর্যাদাপূর্ন ‘ফুলব্রাইট স্কলারশিপ’-এর সংখ্যা আরও বৃদ্ধির ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. এস এম মাকসুদ কামালকে অবহিত করেন। এছাড়া তিনি মার্কিন দূতাবাসের উদ্যোগে আগামী সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহীদের জন্য এক ‘এডুকেশন ফেয়ার’ আয়োজনের ব্যাপারে উপাচার্যের সাথে ফলপ্রসূ আলোচনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা

কার্যক্রমে সহযোগিতা প্রদানে গভীর আগ্রহ প্রকাশ করায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলরকে আন্তরিক ধন্যবাদ জানান। উপাচার্য জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা, লিঙ্গ সমতা, ডাটা সায়েন্স, সামাজিক বিজ্ঞান

ও পাবলিক হেলথসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক তথ্য বিনিময়ের জন্য মার্কিন সরকারের সংশ্লিষ্টদের নিকট সহায়তা প্রত্যাশা করেন। তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট স্কলারশিপের সংখ্যা বৃদ্ধির জন্য মার্কিন সরকারের সংশ্লিষ্টদের উদ্যোগকে স্বাগত জানান।

উপাচার্যের সঙ্গে সাক্ষাতের পর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে  আয়োজিত এক আড্ডায় শিক্ষার্থীদের কে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য শেয়ার করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের নানা বিষয়ে প্রশ্নের জবাব দেন তিনি।

তিনি যে কোনো তথ্য জানার দরকার হলে গুলশানে আমেরিকান সেন্টারে যোগাযোগ করার আহ্বান জানান।


বিআরইউ
 

Link copied!