Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

চীনে ইন্টার্নশিপের সুযোগ পেলেন যবিপ্রবির শিক্ষার্থী

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

মে ৮, ২০২৪, ০৪:৪১ পিএম


চীনে ইন্টার্নশিপের সুযোগ পেলেন যবিপ্রবির শিক্ষার্থী

চীনের টংজি বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং (পিএমই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আনাস আল হোসাইন। ৩০ দিনের জন্য তিনি এই সুযোগ পেয়েছেন।

আগামী ১১ মে থেকে ৩০ দিনের ইন্টার্নশিপের জন্য তিনি  চীনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।

৩০ দিনের এই ইন্টার্নশিপে তিনি সাংহাইয়ের টংজি বিশ্ববিদ্যালয়ের ‘স্টেট কি ল্যাবরেটরি অব মেরিন জিয়োলজি’-তে জিও কেমিক্যাল নমুনা বিশ্লেষণের সুযোগ পাবেন। তার সঙ্গে সুপারভাইজার হিসেবে যাবেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও পিএমই বিভাগের অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে চীনের টংজি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণার অংশ হিসেবে তিনি সেখানে নমুনা বিশ্লেষণ সংক্রান্ত এ ইন্টার্নশিপের সুযোগ পেলেন।

চীনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করার পূর্বে পিএমই বিভাগের এই শিক্ষার্থী সম্প্রতি যবিপ্রবির উপাচার্য ও একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় যবিপ্রবি উপাচার্য বলেন, ‘এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে। শিক্ষার্থীরা হলো এ বিশ্ববিদ্যালয়ের ব্রান্ড অ্যাম্বাসেডর। শিক্ষা ও গবেষণায় তোমরা যত ভালো করবে, তত এ বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে। আশা করি, চীনেও তুমি সাফল্যের স্বাক্ষর রেখে আসবে। তোমার প্রতি বিশ্ববিদ্যালয় পরিবারের শুভ কামনা রইলো। ’

চীনের সাংহাইয়ে অবস্থিত টংজি বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ পাওয়ায় আনাস আল হোসাইন তাঁর সুপারভাইজার অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষা ও গবেষণায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়ে গেছে।  ড. এইচ এম জাকির স্যারের সুপারভাইজার অক্লান্ত পরিশ্রম ও একনিষ্ঠ প্রচেষ্টায় আমার আজকের অবস্থানে নিয়ে আসতে সহায়তা করেছে। স্যারের সঠিক দিক-নির্দেশনা না পেলে এত কঠিন পথ পাড়ি দেওয়া কখনোই সম্ভব হতো না। একইসঙ্গে বিভাগের অন্যান্য শিক্ষকমন্ডলীর প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইএইচ

Link copied!