Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষায় বাংলাদেশকে সহযোগিতা করবে ইউএনএফপিএ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ৮, ২০২৪, ০৫:১৯ পিএম


অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষায় বাংলাদেশকে সহযোগিতা করবে ইউএনএফপিএ

অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষায় বাংলাদেশকে সহযোগিতা করবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড ( ইউএনএফপিএ)।

সম্প্রতি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী  সাথে তার ব্যক্তিগত বাস ভবনে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (UNFPA)এর  বাংলাদেশের আবাসিক প্রতিনিধি মিজ ক্রিস্টিন ব্লখুস  (Ms. Kristine Blokhus) এর নেতৃত্বে একদল  প্রতিনিধি দল সাক্ষাৎ করে এ সহযোগিতার কথা জানান।

মিজ ক্রিস্টিন বলেন, নিম্ন মাধ্যমিক স্তর পর্যন্ত  অবৈতনিক বা স্বল্প বেতনে শিক্ষার সুযোগ সম্প্রসারিত হলে  বাংলাদেশে বাল্যবিবাহ কমে আসবে, নারী-পুরুষের জীবন যাত্রার মান আরও বৃদ্ধি পাবে এবং টেকসই উন্নয়নের পথ আরো সুগম হবে।  এক্ষেত্রে প্রয়োজনে  সরকারকে সহযোগিতা করবে ইউএনএফপিএ।

ইতোমধ্যে  প্রধানমন্ত্রীর গৃহীত উদ্যোগ সমূহ কার্যকর হওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে অংশগ্রহণ বেড়েছে এবং বাল্য বিবাহের সংখ্যা  কমেছে বলে মনে করেন প্রতিনিধি দল।  বাধ্যতামূলক ন্যূনতম বিদ্যালয়ে পাঠদানের বয়স নিম্ন মাধ্যমিক করতে পারলে অনেক অর্জন আরো সহজ হবে এবং স্মার্ট প্রজন্ম তৈরির পথ সুগম হবে বলে মতামত দেন প্রতিনিধিদল।

সাক্ষাতের সময় আরো উপস্থিত ছিলেন ইউএনএফপিএ এর বাংলাদেশের ডেপুটি  কান্ট্রি রিপ্রেজেন্টে মি. মাসাকি ওয়াটাবে (Mr. Masaki Watabe), ইউএনএফপিএ এর বাংলাদেশের অ্যাডোলেসেন্ট এন্ড ইয়থ এর চীফ মিজ ড.ইলিজা আজাই (Ms. Dr. Iliza Azyei), ইউএনএফপিএ এর বাংলাদেশের অ্যাডোলেসেন্ট এন্ড ইয়থ এর প্রোগ্রাম এনালিস্ট মি.ড. মো. মুনির হোসাইন প্রমুখ।

বিআরইউ

Link copied!