Amar Sangbad
ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫,

ডিআইইউতে অনুষ্ঠিত হলো ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

ডিআইইউ প্রতিনিধি

ডিআইইউ প্রতিনিধি

মে ৮, ২০২৪, ০৮:৫৯ পিএম


ডিআইইউতে অনুষ্ঠিত হলো ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

নানা আয়োজনের মধ্যদিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হয়েছে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনে মাইক্রোবায়োলজি বিভাগের আয়োজনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে শতাধিক শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয়রা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা, ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর মুহাম্মদ শাহ আলম চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, মাইক্রোবায়োলজি বিষয়টি মানুষ, প্রাণি, উদ্ভিদ ও পরিবেশের স্বাস্থ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং অপরিহার্য উপাদান, তাই শিক্ষক ও শিক্ষার্থীদের আরো মানবিক, সামাজিক, সেবাধর্মী ও গবেষণামুখী করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

ইএইচ

Link copied!