Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চবির ঝর্ণায় স্কুলছাত্র নিখোঁজ

চবি প্রতিনিধি

চবি প্রতিনিধি

মে ১৬, ২০২৪, ০৯:২৭ পিএম


চবির ঝর্ণায় স্কুলছাত্র নিখোঁজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝর্ণায় ঘুরতে এসে জুনায়েদ নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিক জুনায়েদ নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। নিখোঁজ স্কুলছাত্র ঝর্ণায় ডুবে গেছে এই আশঙ্কায় সেখানে ফায়ার সার্ভিস ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ প্রচেষ্টায় তল্লাশি চলমান রয়েছে।

জানা গেছে, নগরীর প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির কিছু ছাত্রের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিলেন হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র জুনায়েদ। দুপুর পৌনে ১২টার দিকে তারা ঝর্ণায় গোসল করতে নামেন।

এক পর্যায়ে ১২টার দিকে তারা বুঝতে পারেন যে জুনায়েদকে আশেপাশে দেখা যাচ্ছে না। এরপর ঝর্ণা ও আশেপাশের পাহাড়ে দীর্ঘক্ষণ খুঁজেও কোনো খোঁজ না পাওয়ায় তারা শহরে ফিরে যান।

এরপর বিকেলে জুনায়েদের বন্ধু রিমনসহ পরিবারের লোকজন ক্যাম্পাসে আসেন। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানালে প্রশাসন ফায়ার সার্ভিসের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করেন। রিপোর্ট পাঠানো পর্যন্ত খোঁজাখুঁজি চলমান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের ব্যবস্থা করেছি। উদ্ধার করা হলে জানানো হবে।

ইএইচ

Link copied!