Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

চবির ঝর্ণায় নিখোঁজ হওয়া স্কুলছাত্রের লাশ উদ্ধার

চবি প্রতিনিধি:

চবি প্রতিনিধি:

মে ১৭, ২০২৪, ১০:৪১ এএম


চবির ঝর্ণায় নিখোঁজ হওয়া স্কুলছাত্রের লাশ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝর্ণায় ঘুরতে এসে নিখোঁজ হওয়া জুনায়েদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অক্সিজেনের ডুবুরি দল।

১৬ মে ( বৃহস্পতিবার)  সকাল ১০ টার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝর্ণায় জুনায়েদ ও তার বন্ধুরা ঘুরতে যায়।  দুপুর প্রায় পৌনে ১টার দিকে ঝরনায় নামে তারা। আধঘণ্টা পর সবাই উঠে এলেও খুঁজে পাওয়া যায়নি জুনায়েদকে। দুপুর ২ টা পর্যন্ত খোঁজাখুঁজির পর বাকিরা ট্রেন ধরতে ফিরে আসে।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সংশ্লিষ্টতায় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানের পর রাত ৯ টা ৩০ মিনিটে ছাত্রটির মরদেহ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম। 

বিআরইউ

Link copied!