Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

সাত কলেজের ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মে ১৭, ২০২৪, ১২:৩৪ পিএম


সাত কলেজের ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে আজ

বিজ্ঞান ইউনিট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে আজ। এ বছর ইউনিটটির প্রতি আসনের বিপরীতে লড়ছেন চারজন ভর্তিচ্ছু।

এদিকে, বিজ্ঞান ইউনিটের আট হাজার ৬১৯টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ছে ৩২ হাজার ৮৫০টি। পরীক্ষার নির্ধারিত সময় থাকছে এক ঘণ্টা। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। এর কম নম্বর পেলে তাকে ভর্তির জন্য যোগ্য বিবেচনা করা হবে না। তবে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান আমার সংবাদকে বলেন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হচ্ছে এবারের সাত কলেজের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি কার্যক্রম। এবার ৯ হাজার ৯৭৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩২ হাজার ৮৫০ জন ভর্তিচ্ছু।

এর আগে, সরকারি সাত কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১০ মে এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ১১ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার তিন দিনের মাথায় দুই ইউনিটের ফলাফল মঙ্গলবার (১৪ মে) ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিআরইউ

Link copied!