Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ইবি ছাত্রলীগের আনন্দ মিছিল

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

মে ১৭, ২০২৪, ০৬:৩৪ পিএম


শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ইবি ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ মিছিল, ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগ।

শুক্রবার বিকালে ক্যাম্পাসে দিবসটিকে ঘিরে এসব কর্মসূচি পালন করে সংগঠনটি।

এদিকে পূর্ণাঙ্গ কমিটি আসার পর এটাই প্রথম কর্মসূচি থাকায় নেতাকর্মীদের মাঝে বেশ উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

কর্মসূচির প্রথমে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে আনন্দ মিছিলটি দলীয় টেন্ট থেকে শুরু হয়ে মেইন ও পরবর্তীতে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে আবারও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে সমবেত হয়। আনন্দ শোভাযাত্রা চলাকালে স্লোগানে স্লোগানে মুখরিত থাকতে দেখা যায় নেতাকর্মীদের।

এদিকে ক্যাম্পাসের প্রধান ফটকে বাহিরে আয়োজিত সংক্ষিপ্ত ছাত্র সমাবেশে প্রায় কয়েকশো নেতাকর্মীর মাঝে তথ্যবহুল ও দিকনির্দেশক মূলক বক্তব্য দেন সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক।

এর আগে গতকাল রাতে ফয়সাল সিদ্দিকী আরাফাত ও নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচিতে সকল পর্যায়ের নেতাকর্মী ও হল, অনুষদের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়।

ইএইচ

Link copied!