Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সর্বজনীন পেনশন বিষয়ক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি ইবি শাপলা ফোরামের

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

মে ১৮, ২০২৪, ০৫:০০ পিএম


সর্বজনীন পেনশন বিষয়ক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি ইবি শাপলা ফোরামের

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করে প্রচারিত সর্বজনীন পেনশন বিষয়ক প্রজ্ঞাপন প্রত্যাহার এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো প্রবর্তনের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।

শনিবার সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে সর্বজনীন পেনশন স্কিমকে একপেশে ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে নেতারা বলেন, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন স্পষ্টত বৈষম্যমূলক। এ ধরনের প্রজ্ঞাপনে ইসলামী বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ হতাশ ও সংক্ষুব্ধ। প্রচলিত পেনশন ব্যবস্থা স্থগিত করে সর্বজনীন নাম দিয়ে উদ্দেশ্যমূলকভাবে কেবল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তির লক্ষ্যে বিশেষ বৈষম্যমূলক এই পেনশন স্কিম চালু করা হচ্ছে। শাপলা ফোরাম এর তীব্র বিরোধিতা করছে।

তারা আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি চর্চা ও জ্ঞান-সৃজন কেন্দ্র। সর্বজনীন পেনশন সংক্রান্ত একপেশে নীতি প্রবর্তনে বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে নতুন নতুন জ্ঞান সৃষ্টির পরিবেশ বাধাগ্রস্ত করবে এবং মেধাবীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগ দিতে নিরুৎসাহিত হবে মর্মে শাপলা ফোরাম মনে করে। তাছাড়া ঘোষিত প্রজ্ঞাপন বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট শিক্ষকসমাজ একদিকে যেমন আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে এ পেশা থেকে মেধাবীরা মুখ ফিরিয়ে নেবে।

ইএইচ

Link copied!