Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

পবিপ্রবিতে বিশ্বকবির ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সেমিনার

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবি প্রতিনিধি

মে ১৯, ২০২৪, ০৪:১৩ পিএম


পবিপ্রবিতে বিশ্বকবির ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সেমিনার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ‘রবীন্দ্র ভাবনায় গ্রন্থ, গ্রন্থাগার, গ্রন্থাগারিকতা এবং গ্রাম উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় লাইব্রেরির কনফারেন্স কক্ষে পবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার কর্তৃক এ সেমিনার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়টির গ্রন্থাগারিক (অ. দা.) ড. পঙ্কজ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।

মুখ্য আলোচক ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বিশ্বকবির জীবন ও দর্শন বিস্তারিতভাবে আলোচনা করেন।

অনুষ্ঠানটি শুরু হয় আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী জয় মজুমদার, ইসরাত জাহান ইভা ও লোপা মুদ্রা দাসের রবীন্দ্র সংগীত ’আগুনের পরশমণি ’ উপস্থাপনের মাধ্যমে।

ইএইচ

Link copied!