Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চিলমারীতে সরকারিভাবে ধান ক্রয় উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

মে ২৩, ২০২৪, ০৫:৪৯ পিএম


চিলমারীতে সরকারিভাবে ধান ক্রয় উদ্বোধন

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছে থেকে ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা খাদ্যগুদামে বোরো মৌসুমে ধান ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. গোলাম রব্বানী সর্দার।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আলাউদ্দিন বসুনিয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আরেফিন, উপজেলা আওয়ামী লীগে সভাপতি অধ্যক্ষ মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম লিচু, থানাহাট ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মিলন, রমনা মডেল ইউপি চেয়ারম্যান মো. গোলাম আশেক আঁকা মিল চাতাল ব্যবসায়ী, কৃষক ও সাংবাদিকরা।

চলতি বোরো মৌসুমে চিলমারী উপজেলায় ২শত ২৯ জন কৃষকের কাছ থেকে ৬‘শ ৮৮ মেট্রিক টন ধান প্রতিকেজি ৩২ টাকা দরে ক্রয় করা হবে।

৪৫ টাকা কেজি দরে ১ হাজার ৯৬ মেট্রিক টন চাল ও ৩৪ টাকা কেজি দরে ৯০ মেট্রিক টন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা ৭ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ক্রয়ের সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

ইএইচ

Link copied!