Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নজরুল বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বইমেলা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মে ২৪, ২০২৪, ০৭:৫৯ পিএম


নজরুল বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বইমেলা

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী এবং কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা।

শুক্রবার সন্ধ্যায় গাহি সাম্যের গান মঞ্চের সামনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. আতাউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম, বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পীর সাজেদ আকবর ও সালমা আকবর, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মাসুম হাওলাদারসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত মেলাটি চলবে আগামী ২৬ মে পর্যন্ত। ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ, বিভিন্ন প্রকাশনাসহ সহ ১৫টি স্টল এ বইমেলায় অংশগ্রহণ করেছে।

এর আগে একইদিনে বিকেল তিনটায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. আতাউর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান রায়হানা আক্তার ও অগ্নি-বীণা হলের প্রাধ্যক্ষ মুশফিকুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম। ‘রবীন্দ্রনাথের গান: কথা ও সুর’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী সাজেদ আকবর।

গানের সুরে ও কথায় বক্তব্য দেন বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী সালমা আকবর। শুভেচ্ছা বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।

স্বাগত বক্তব্য দেন সেমিনার উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন।

এ সময় বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রীসহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটি উপলক্ষে সন্ধ্যা সাতটায় গাহি সাম্যের গান মঞ্চে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!