Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

মে ২৫, ২০২৪, ০৩:১৮ পিএম


সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালেয়ে (বশেমুরবিপ্রবি) সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিএসই বিভাগ দ্বিতীয় ব্যাচের (২০১২-১৩) শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাতুল সিকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সিএসই তৃতীয় ব্যাচের (২০১৩-১৪) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাগফুর রুমি।

শনিবার প্রধান নির্বাচন কমিশনার মো. মাহমুদুল এবং সহকারী নির্বাচন কমিশনার মো. ফেরদৌস ও সোহেল রানার স্বাক্ষরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দ্বিতীয় ব্যাচের (২০১২-১৩) শিক্ষাবর্ষের শ্রাবণী আক্তার সমাপ্তি।

এছাড়া নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ হীরক ডাকুয়া, যুগ্ম সচিব সায়েদ রাবনূর ইসলাম রায়ইন।

কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- জিসান শেখ, মো. তাহমিদ হাসান, মো. বশির আহমেদ, মো. মারাজুল ইসলাম, মো. মাসুম এবং মো. শাহীন হোসেন।

ইএইচ

Link copied!