Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

ইবিতে যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের লিফলেট ও বই বিতরণ

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

মে ২৫, ২০২৪, ০৮:৫৩ পিএম


ইবিতে যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের লিফলেট ও বই বিতরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যৌন নিপীড়ন প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও বই বিতরণ করেছে ইজিসির কর্তৃক অনুমোদিত যৌন নির্যাতন নিপীড়ন প্রতিরোধ সেল।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে ছাত্রীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

যৌন নিপীড়নের অভিযোগ পেলে প্রতিরোধ সেলের মাধ্যমে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে খালেদা জিয়া হলের প্রভোস্ট এবং যৌন প্রতিরোধ সেলের আহ্বায়ক অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথি। এবং ছাত্রীদের সঙ্গে এমন ঘটনা ঘটলে অভিযোগ দেওয়ার আহ্বান যৌন নিপীড়ন সেলের।

লিফলেট বিতরণ অনুষ্ঠানে যৌন প্রতিরোধ সেলের আহ্বায়ক সহ সেলের সদস্য সচিব এবং উপ-রেজিস্টার (প্রশাসন) আলমগীর হোসেন, মমতাজ আরা বেগম (নির্বাহী পরিচালক মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা), রফিকুল ইসলাম (প্রভাতি উন্নয়ন সংস্থা) হলের কর্মকর্তা লিংকনসহ হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া হলের প্রভোস্ট এবং যৌন প্রতিরোধ সেলের আহ্বায়ক অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথি বলেন, ক্যাম্পাসে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অনেকে হয়তো এই হয়রানিতে কোথায় অভিযোগ করলে কাজে আসবে জানেও না। তাদের জন্যই আমাদের এই কার্যক্রম। তাদের নিজেদের অধিকার এবং ঘটনাগুলোর বিষয়ে সচেতন হতে পারে এই সেলের মাধ্যমে।

ইএইচ

Link copied!