Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মে ২৬, ২০২৪, ০৭:২৯ পিএম


পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

রোববার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷

মানববন্ধনে বক্তারা বলেন- কৃষক যেমন ফসল উৎপাদন করেন আমরা জ্ঞান উৎপাদন করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। কৃষকের শেষ বয়সে জমিটা থাকে কিন্তু পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিমের বাস্তবায়ন হলে আমাদের কি থাকবে? বিশ্ববিদ্যালয়ের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আমলাতন্ত্রের জটিলতায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বাজেট, শিক্ষা বাজেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আমলাতন্ত্রের ষড়যন্ত্রে আমাদের পেটে লাথি দেয়ার প্রবণতাকে রুখে দিতে হবে এখনই।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা বলেন, প্রত্যয় স্কিম হলো জাতিকে মেধাশূন্য করার জন্য এটা একটা গভীর ষড়যন্ত্র। যদি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হয় তাহলে জাতিকে মেধাশূন্য করে কখনোই স্মার্ট বাংলাদেশ গড়া যাবেনা। শিক্ষকদের জন্য স্বতন্ত্র স্কেল দেওয়ার দাবি এবং প্রত্যয় স্কিম বাতিল করার আহ্বানও জানান তিনি ।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাসের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরাই একসময় শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোতে যোগদান করেন কিন্তু এখন যে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রত্যয় স্কিম চালু হয়েছে সেটা শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোকে স্বায়ত্তশাসন দিয়েছেন এই কারণেই যে তিনি অনুধাবন করতে পেরেছিলেন- শিক্ষা, গবেষণা, উন্নয়নের মাধ্যমেই সোনার বাংলা নির্মাণ করা সম্ভব। সর্বজনীন পেনশন স্কিম একটি বৈষম্যমূলক পেনশন স্কিম কেননা শিক্ষকরা এর অন্তর্ভুক্ত হলেও আমলারা এর অন্তর্ভুক্ত নয়। প্রত্যয় স্কিম বাতিল ও শিক্ষকদের জন্য সুপার গ্রেডের দাবি করেন উক্ত মানববন্ধনে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন- চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, শিক্ষক সমিতির সহ-সভাপতি আসিফ ইকবাল আরিফ, সদস্য মুশফিকুর রহমান, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তুহিনুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান জনির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মাসুদুল মান্নান, কোষাধ্যক্ষ আলিম মিয়া, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তরিকুল ইসলাম জনি এবং দোলনচাঁপা হলের প্রভোস্ট লায়লী আক্তারসহ অন্যরা।

ইএইচ

Link copied!