Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪,

হাবিপ্রবিতে পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি

হাবিপ্রবি প্রতিনিধি

হাবিপ্রবি প্রতিনিধি

মে ২৮, ২০২৪, ০৩:০৩ পিএম


হাবিপ্রবিতে পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষক সমিতির আয়োজনে পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় ড. মুহাম্মদ কুদরাত-এ-খুদা অ্যাকাডেমিক ভবনের নিচে শুরু  হয়ে বেলা ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন- হাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাদেকুর রহমান, হাবিপ্রবি গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. বলরাম রায়সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।উক্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. সাদেকুর রহমান।

মানববন্ধনে বক্তব্য দেন- হাবিপ্রবি গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. বলরাম রায়, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড.মো. সাজ্জাত হোসেন সরকার, প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এটিএম শফিকুল ইসলাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাঈনুদ্দিন আহম্মেদ, মার্কেটিং বিভাগের সহকারী  অধ্যাপক শেখ মো. সহিদ উজ জামান সহ প্রমুখ শিক্ষকবৃন্দ।

ইএইচ

Link copied!