নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জুন ১, ২০২৪, ০৮:৫৪ পিএম
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জুন ১, ২০২৪, ০৮:৫৪ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের আইন ও বিচার বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মো. মনির আলম।
বিভাগটির বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. আহসান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ও সিনিয়র আইনজীবী শাহ মুনজুরুল হক, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক ও বিশিষ্ট আইনজীবী কাওছার আহমেদ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জুবায়ের হোসেন।
বিদায়ী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জাকির হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে বক্তারা আইন পেশায় গুরুত্বারোপ করে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য পেশ করেন। বক্তারা বলেন, আইন পেশা একটি মহৎ পেশা। এ পেশায় টিকে থাকতে হলে ধৈর্য ও সহনশীলতা থাকতে হবে। পাশাপাশি সততার ওপর অটুট থাকতে হবে। ক্যারিয়ার বাছাইয়ের ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে অবশ্যই বিচক্ষণ হতে হবে। নিজের ক্যারিয়ার বাছাইয়ের পূর্বে অবশ্যই কিছু জিনিস খেয়াল রাখা প্রয়োজন। যেমন সে আসলে কোনদিকে পারদর্শী ও আগ্রহী ।
বক্তৃতা শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এবং পরে রাতে বিভাগটির শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবমুখর এ দিনটির সমাপ্তি হয়।
ইএইচ