Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতায় রাবিতে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

রাবি প্রতিনিধি

রাবি প্রতিনিধি

জুন ২, ২০২৪, ০৩:২১ পিএম


প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতায় রাবিতে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী আনপ্লাস্টিক বাংলাদেশ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর দেড়টায় শহীদ বুদ্ধিজীবী চত্বরে এই আলোকচিত্রীর আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক ক্লাব (আরইউপিসি)।

আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সুলতান মাহমুদ।

উদ্বোধন শেষে তিনি বলেন, সমসাময়িক সমস্যার বিরুদ্ধে এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানাই। এ আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে আরও সচেতনতা বৃদ্ধি পাবে। এছাড়াও ভবিষ্যতে এমন আরো আয়োজন করার জন্য সংগঠনের প্রতি আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের সভাপতি রেজওয়ান আহমেদ রনী বলেন, আমরা দৈনন্দিন কাজে যে প্লাস্টিকের উপর এত নির্ভর হয়ে পড়েছি যে সেই প্লাস্টিক এখন শিশুর সবচেয়ে নিরাপদ খাদ্য মাতৃদুগ্ধকেও দূষিত করেছে। পরিবেশের ভয়াবহ অবস্থা আমরা দেখতেই পাচ্ছি। পরিবেশের এই ভয়াবহ দুর্গতি থেকে আমাদের পৃথিবীকে সুস্থ ও নিরাপদ রাখতে আমাদের প্রত্যেকের দায়িত্ববান হতে হবে।

অনুষ্ঠানের আহ্বায়ক নিলয় সাহা বলেন, বিভিন্ন কারণে পরিবেশ দূষণ হচ্ছে তার মধ্যে অন্যতম প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার। আমরা লক্ষ্য করলে দেখতে পারি বুড়িগঙ্গা নদীর তলদেশে প্রায় ৩ সেন্টিমিটার প্লাস্টিকের স্তূপে পরিণত হয়েছে। এছাড়াও সাগরেও মিলছে প্লাস্টিকের দেখা । আজকের এ প্রদর্শনীর লক্ষ্য হচ্ছে জনগণকে প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে সচেতন করা এবং এর ব্যবহার শূন্যের কোটায় নামিয়ে আনা।

এই প্রদর্শনীতে সহযোগী আয়োজক হিসেবে রয়েছে গ্রিন লিড, সোনালি বায়োপ্লাস্টিক এবং নেদারল্যান্ডস দূতাবাস।

ইএইচ

Link copied!