Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘স্মার্ট বাংলাদেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক কর্মশালা

নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জুন ৩, ২০২৪, ০৮:০৬ পিএম


নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘স্মার্ট বাংলাদেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক কর্মশালা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‍‍`স্মার্ট বাংলাদেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ জুন) সকালে প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উদ্ভাবন কর্মপরিকল্পনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়বার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন। আর সে লক্ষ্য নিয়ে প্রথমে ডিজিটাল বাংলাদেশ তারপরে স্মার্ট বাংলাদেশ গড়বার অভিযাত্রা শুরু হয়েছে। আর সে অভিযাত্রায় বিশ্ববিদ্যালয়গুলোকে যুক্ত হতে হবে।

তিনি আরো বলেন, আমরা একটা উন্নত বাংলাদেশ দেখতে চাই। এ উন্নত বাংলাদেশ তৈরিতে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কী করণীয় সেটি আমাদের দেখতে হবে। আমরা কতটুকু অংশগ্রহণ করতে চাই সেটি আমাদের মূল লক্ষ্য। আমরা যদি স্মার্ট বাংলাদেশের সাথে তাল মেলাতে না পারি তাহলে আমরা পিছিয়ে পড়ব।

উদ্ভাবন কর্ম পরিকল্পনা কমিটির ফোকাল পয়েন্ট মোহসিনা সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান, স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন আইকিউএসসি পরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. তুষার কান্তি সাহা। সম্পদ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান। ।

অনুষ্ঠানে উদ্ভাবন কর্ম পরিকল্পনা কমিটির আয়োজিত উদ্ভাবন প্রদর্শন কর্মসূচির বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

আরএস

Link copied!