Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কোটা পুনর্বহালের রায় বাতিল না করলে ঈদের পর হাইকোর্ট ঘেরাওয়ের হুমকি

ঢাবি প্রতিনিধি:

ঢাবি প্রতিনিধি:

জুন ৯, ২০২৪, ১০:৫৭ এএম


কোটা পুনর্বহালের রায় বাতিল না করলে ঈদের পর হাইকোর্ট ঘেরাওয়ের হুমকি

কোটা পুনর্বহালের রায় বাতিল না করলে কুরবানী ঈদের পর হাইকোর্ট ঘেরাও করার  হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।

আজ ৯ জুন রবিবার দুপুরে নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধনে সাত কলেজের শিক্ষার্থীরা এই হুমকি দেন।

ঢাকা কলেজের ছাত্র নাজমুল হাসান বলেন, ‘মেধাভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গড়ার দাবিতে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল।সরকার সেই দাবি মেনে নিয়ে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছিল। কিন্তু আদালত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের  দাবি আমলে না নিয়ে কোটা পদ্ধতি বহাল রেখেছেন। ৩ শতাংশ মানুষের জন্য ৫৬ শতাংশ কোটা রাখা হয়েছে।রাষ্ট্রপক্ষ আপিল না করলে ২০১৮ সালের মতো দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

তিতুমীর কলেজের ছাত্র বাপ্পী কোটা পুনর্বহালের রায় বাতিল না করলে কুরবানী ঈদের পর হাইকোর্ট ঘেরাও করার  হুমকি দেন।

ইডেন কলেজের মাস্টার্সের ছাত্রী মুনিরা অভিযোগ করেছেন "কোটা প্রথা চাকরিতে  বৈষম্য সৃষ্টি করেছে"।

তিতুমীর কলেজের ছাত্র আল্লামা ইকবাল খান ‍‍`ভুয়া মুক্তিযোদ্ধাদের সন্তানেরা মুক্তিযোদ্ধা কোটার জন্য আন্দোলন করছে‍‍` বলে  অভিযোগ করেন।

কবি নজরুল সাকিব, ঢাকা কলেজের নাহিদ উদ্দিন তারেক সহ শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে  উপস্থিত ছিলেন।

এ সময় আন্দোলনকারীরা কোটা ব্যবস্থার বিরুদ্ধে নানা স্লোগান দেন। ‘কোটার কাছে মেধার হার, রুখে দাঁড়াও আরেকবার, বৈষম্যের বিরুদ্ধে, লড়তে হবে একসাথে, মুক্তিযুদ্ধের বাংলায়, কোটার ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগানের মুখরিত হয় নীলক্ষেত মোড়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিউমার্কেট মোড় থেকে ঢাকা কলেজ অতিক্রম করে পুন:রায় নীলক্ষেত গিয়ে মোড়ে শেষ হয়।

বিআরইউ

Link copied!