বাকৃবি প্রতিনিধি
জুন ২৭, ২০২৪, ০৮:০৩ পিএম
বাকৃবি প্রতিনিধি
জুন ২৭, ২০২৪, ০৮:০৩ পিএম
বাংলাদেশের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের জাতীয় ফোরাম বাংলাদেশ বিজ্ঞান অ্যাকাডেমির (বিএএস) সিনিয়র ক্যাটাগরিতে ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।
অন্যদিকে জুনিয়র ক্যাটাগরিতে বাকৃবির শিক্ষক হিসেবে প্রথমবারের মতো অ্যাসোসিয়েট ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন বাকৃবির মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. গোলজার হোসেন।
বিজ্ঞান এবং সমাজের অগ্রগতিতে অগ্রণী ভূমিকা পালন করায় বিএএসের ফেলো ও অ্যাসোসিয়েট ফেলো হিসেবে তারা নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক দীন মোহাম্মদ দীনু এবং অধ্যাপক ড. মো. গোলজার হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ বিজ্ঞান অ্যাকাডেমির দশম সভায় ওই অ্যাকাডেমির ফেলো হিসেবে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী এবং অ্যাসোসিয়েট ফেলো হিসেবে অধ্যাপক ড. মো. গোলজার হোসেনকে নির্বাচিত করা হয়েছে।
সংস্থাটির পরবর্তী বার্ষিক সাধারণ সভায় প্রাতিষ্ঠানিকভাবে তাদেরকে ফেলো ও অ্যাসোসিয়েট ফেলো হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
ইএইচ