Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

ঢাবি ক্যান্টিনের খাবারে মিলল ১০ টাকার নোট

ঢাবি প্রতিনিধি

ঢাবি প্রতিনিধি

জুন ২৮, ২০২৪, ০৯:১৮ পিএম


ঢাবি ক্যান্টিনের খাবারে মিলল ১০ টাকার নোট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ক্যান্টিনে খাবারে পাওয়া গেছে ১০ টাকার নোট।
বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেসবুকভিত্তিক একটি গ্রুপে পোস্ট করলে সবার নজরে আসে। বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন শিক্ষার্থীরা। 

আবরার রাকিব নামের এক শিক্ষার্থী ওই পোস্টে মন্তব্য করেছেন, ‘ভাই এইটা সম্ভবত আপনাকে ক্যাশব্যাক দিছে ইনস্ট্যান্ট।’

নাফিস ইকবাল লিখেছেন, ‘ছোটবেলায় যে আইসক্রিম এর ভেতরে কয়েন দিতো এখন খাবারের ভেতর বোধহয় নোট দেওয়া হচ্ছে।’

জানতে চাইলে ক্যান্টিনের পরিচালক রিপন মোহাম্মদ বলেন, ‘নামাজের পর অনেক চাপ থাকে। সবাই একসঙ্গে খেতে আসে। ভিড়ের মধ্যে ভুলে তরকারির মধ্যে নোটটি পড়ে গেছে।’ তিনি এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।

ইএইচ

Link copied!