Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কোটা বাতিলের দাবিতে ববিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ববি প্রতিনিধি:

ববি প্রতিনিধি:

জুলাই ২, ২০২৪, ০৩:০৮ পিএম


কোটা বাতিলের দাবিতে ববিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহালের উচ্চ আদালতের রায়ের প্রতিবাদ জানিয়ে এবং সকল চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধা ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভে অংশগ্রহণকারী একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী নুর মোহাম্মদ বলেন, কোটার মাধ্যমে সুপরিকল্পিতভাবে একটা জনগোষ্ঠীকে পেছনে ফেলে রাখা হচ্ছে। স্বাধীন দেশে থেকেও আমরা কোটা প্রথার কারণে বৈষম্যের শিকার হচ্ছি। তাই অনতিবিলম্বে আমরা  বৈষম্যমূলক এই কোটার সংস্কার চাই।

বিআরইউ

Link copied!