Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঢাকা কলেজে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩, ২০২৪, ০৯:৩০ পিএম


ঢাকা কলেজে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ

ঢাকা কলেজে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আন্দোলনকারীরা।

বুধবার দুপুরে ঢাকা কলেজের মূল ফটকের সামনে সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ করতে গেলে পুলিশ এবং ছাত্রলীগের বাধা দেয়। এ সময় পুলিশ এবং ছাত্রলীগের বাধা উপেক্ষা করে সমাবেশ করেছে আন্দোলনকারীরা।

এ সময় বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জালাল আহমদ, শিমা আক্তার, ঢাকা কলেজের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী নাজমুল হাসান, আফজাল, রাকিব, ইমরান, রুবেল, আরিফ, রায়হান প্রমুখ।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার করতে হবে। এই দাবি সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের দাবি। কোটা পদ্ধতির মাধ্যমে কিছু নির্দিষ্ট শ্রেণির মানুষকে চাকরিতে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। কোটা প্রথা সমাজের সাধারণ প্রার্থীদের প্রতি অসমতা তৈরি করে।

ইএইচ 

Link copied!