Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কোটা সংস্কারের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

জুলাই ৪, ২০২৪, ০৩:১৯ পিএম


কোটা সংস্কারের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

সিরাজগঞ্জের শাহজাদপুরে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার দুপুর ১২টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে প্রায় ৩০মিনিট ব্যাপী মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের ছাত্র আশরাফুল ইসলাম, সমাজ বিজ্ঞান বিভাগের সোহাগ হোসেন, জাকারিয়া জিহাদ ও বাংলা বিভাগের নাহিয়ান।

বক্তরা বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন এদেশে কোন বৈষম্য থাকবে না। তাহলে কেন কোটা প্রথা থাকবে। কোটার জন্য মেধা সম্পন্ন সাধারণ ছাত্রছাত্রীরা চাকুরী থেকে বঞ্চিত হচ্ছে। তাই কোটা প্রথা সংস্কার ও বাতিলের দাবী জানায় শিক্ষার্থীরা। 

তারা আরো বলেন, আমরা কোটা না মেধার মূল্যায়ন চাই। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বগুড়া- নগরবাড়ী মহাসড়ক দিয়ে বিক্ষোভ মিছিল করে।

বিআরইউ

Link copied!