Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

খুবিতে কোটা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ

খুবি প্রতিনিধি

খুবি প্রতিনিধি

জুলাই ৪, ২০২৪, ০৭:৩০ পিএম


খুবিতে কোটা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুনর্বহালের রায় বাতিল এবং কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিকালে খুলনা নগরীর জিরোপয়েন্ট এলাকায় রাস্তা অবরোধ করে রাখা হয়।

বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে জিরোপয়েন্টে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারাবাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‍‍`আর না আর না’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যমূলক কোটার মাধ্যমে শিক্ষার্থীদের সাথে অন্যায় করা হচ্ছে। ছাত্ররা ইতঃপূর্বেও সকল অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমরাও এ বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। যে বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে, সেই বৈষম্য আমরা মেনে নেব না। কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার করে ২০১৮ সালে জারিকৃত পরিপত্র পুনর্বহালের দাবি জানাই।

ইএইচ

Link copied!